হতাশাজনক হারে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৫ এপ্রিল ২০২৪

আগের দিন লুটন টাউনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তার একদিন পরই সিটিকে নামিকে ফের টেবিলের নেতৃত্ব হাতে নেওয়ার সুযোগ আসে লিভারপুল ও আর্সেনালের সামনে। কিন্তু দারুণ সুযোগ হাতছাড়া করে দুইদলই।

লিভারপুল হেরে যায় ক্রিস্টাল প্যালেসের কাছে, আর আর্সেনাল হারে অ্যাস্টন ভিলার কাছে। ফলে সিটি থেকে ২ পয়েন্ট ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল, আর লিভারপুল নেমে গেছে তৃতীয়স্থানে।

৩২ ম্যাচে সিটি পয়েন্ট ৭৩। সমান ম্যাচে লিভারপুুল ও আর্সেনালের পয়েন্ট ৭১। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে আর্সেনাল।

গতকাল রোববার রাতে নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। এই শিরোপা থেকে কিছুটা দূরে সরে যায় অল রেডরা।

১৪ মিনিটেই গোল হজম করে লিভারপুুল। প্যালেসের হয়ে গোলটি করেন এভিরেসি এজি। ম্যাচের পুরো সময় ধরে চেষ্টা করেও সেই এক গোল শোধ করতে পারেনি লিভারপুল। তবে সুযোগ এসেছিল কয়েকবার। ভালো ফিনিশিং দিতে না পারায় হতাশাজনক হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।