এক নারীকে জড়িয়ে ধরে নিষিদ্ধ ইরানের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০২৪

ইরানিয়ান প্রো লিগে ম্যাচ ছিল ইসতেগলাল তেহরান এবং আলুমিনিয়াস আরাকের মধ্যে। আরাক স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচটি শেষ হওয়ার পর ফুটবলাররা যখন ড্রেসিং রুমে ফিরে আসবেন, তখনই ঘটলো অভাবনীয় এক ঘটনা।

হঠাৎ ইসতেগলালের গোলরক্ষক হোসেইন হোসেইনির দিকে দৌড়ে যান এক তরুণী। মাথায় হিজাব পরিহিত তরুণীটি হোসেইনির কাছে গিয়েই তাকে জড়িয়ে ধরেন। হোসেইনিও তাতে সাড়া দেন। সরিয়ে দেননি তরুণীকে। বরং নিজেও জড়িয়ে ধরেন তাকে।

এ ঘটনাই যথেষ্ট হলো হোসেইন হোসেইনির বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য। সঙ্গে সঙ্গেই ইরানিয়ান এই গেলক্ষককে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। সঙ্গে আর্থিক জরিমানাও করেছে।

ইসতিগলাল এবং আলুমিনিয়াসের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে লাফিয়ে পড়েন সেই তরুণী। যেভাবেই হোক তিনি পৌঁছে যান হোসেইন হোসেইনির কাছে।

নিরাপত্তাকর্মীরা এ সময় হোসেইনিকে দ্রুত ড্রেসিং রুমে নিয়ে যায়। আর তরুণীটি ফিরে যান গ্যালারিতে তার নির্ধারিত আসনে।

তবে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ডেইলি খবর ভারজেসি রিপোর্ট করেছে যে, ইরান জাতীয় দলের হয়ে ১১ ম্যাচ খেলা হোসেইনিকে শুধু এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে ৪৪০০ উইরো। এ শাস্তি দেয়া হয়েছে, ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে বাজে আচরণের দায়ে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।