গোলে এগিয়ে বিদেশিরা, পিছিয়ে পড়ছেন স্থানীয়রা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ড শেষ হয়েছে শনিবার। বরাবরের মতোই প্রিমিয়ার লিগে গোলে এগিয়ে আছেন বিদেশিরা। শুরুর দিকে স্থানীয় কয়েকজন বিদেশিদের সাথে গোলের পাল্লা দিলেও দিনদিন পিছিয়ে পড়ছেন তারা। সাত রাউন্ড শেষে ১১ গোল নিয়ে সবার ওপরে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেং।

দুই ও তিনে থাকা দুইজনও বিদেশি। ৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ব্রাদার্সের সেনেগালের ফরোয়ার্ড চেক সিনে। তার পর মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। গত মৌসুমে ১৭ গোল নিয়ে দ্বিতীয় হওয়া দিয়াবাতের ৭ রাউন্ড শেষে গোল ৬টি।

শুরুর দিকে বাংলাদেশ পুলিশ এফসির আল-আমিন বিদেশিদের সাথে পাল্লা দিয়েই গোল করছিলেন। তবে আস্তে আস্তে তিনি পিছিয়ে পড়ছেন। ৫ গোল নিয়ে আছেন চার নম্বরে। ৫ গোল আছে আরেক বাংলাদেশির। আবাহনী ছেড়ে রহমতগঞ্জে যোগ দেওয়া নাবিব নেওয়াজ জীবনেরও গোল ৫ টি।

গত মৌসুমে স্থানীয়দের মধ্যে সর্বাধিক ১০ গোল করেছিলেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। গোলদাতাদের তালিকায় তিনি ছিলেন চার নম্বরে। চলতি লিগের ৭ রাউন্ড শেষে তার গোল চারটি। অবস্থান ৮ নম্বরে।

শীর্ষে থাকা ঘানার বোয়েটেং এক ম্যাচেই বাজিমাত করেছেন ডাবল হ্যাটট্রিক করে। লিগের প্রথম তিন ম্যাচে গোল ছিল না তার। চতর্থ ও পঞ্চম ম্যাচে জোড়া গোলের পর ষষ্ঠ ম্যাচে ৬ গোল করেছেন ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি দ্বিতীয় ডাবল হ্যাটট্রিকম্যান। প্রথম ডাবল হ্যাটট্রিক করেছিলেন ২০০৭ সালে প্রথম আসরে মোহামেডানের নাইজেরিয়ান পল।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাদার্সের সেনেগালের ফরোয়ার্ড চেক সিন করেছেন ৭ গোল। ব্রাদার্সের ৭ ম্যাচের মধ্যে ৬ ম্যাচেই গোল আছে চেক সিনের। ৫ ম্যাচে আছে একটি করে গোল। জোড়া গোল করেছেন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

৬ গোল করা মোহামেডানের সোলেমান দিয়াবাতে লক্ষ্যভেদ করেছেন ৫ ম্যাচে। এর মধ্যে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে আছে জোড়া গোল। বাকি ৪ গোল করেছেন চার ম্যাচে। পুলিশের আল-আমিন দুই ম্যাচে জোড়া গোল করে ভালোই সাড়া ফেলেছিলেন। আরেক ম্যাচে করেছেন জোড়া গোল। তার দল পুলিশ সর্বশেষ ৩ ম্যাচে করতে পেরেছে মাত্র ১ গোল। আল আমিন মোহামেডানের বিপক্ষে গোলের পর আর প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।

জাতীয় দলের সাবেক স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন আবাহনীতে খেলার সুযোগ পায়নি সেভাবে। যে কারণে গত প্রিমিয়ার লিগে গোলের খাতাই খুলতে পারেননি তিনি। এবার দল পাল্টিয়ে খেলার সুযোগ পাচ্ছেন এবং গোলও করছেন। ৭ রাউন্ড শেষে ৫ গোল নিয়ে তিনি আছেন অন্যদের সঙ্গে লড়াইয়ে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জোড়াও গোলও আছে তারা।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।