মোহামেডানের কাছাকাছি যাওয়ার সুযোগ হারালো আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

দুটি সমীকরণ মেলানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে মাঠে নেমেছিল আবাহনী। তাদের লক্ষ্য ছিল জয় দিয়ে প্রথম পর্ব শেষ করা এবং সে জয়ে মোহামেডানের সাথে তাদের দূরত্ব কমিয়ে আনা। পারেনি আবাহনী।

শনিবার মুন্সিগঞ্জে আবাহনীকে গোলশূন্যভাবে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডানের সাথে পার্থক্য থাকলো ৪ পয়েন্টের। জিতলে আরো দুই পয়েন্ট ব্যবধান কমতো।

অষ্টম রাউন্ডে জিতেই আবাহনীর দুই থাকা নিশ্চিত হয়েছিল আবাহনী। ২০ পয়েন্ট নিয়ে সে অবস্থানেই আছে। এ নিয়ে চলতি লিগে তৃতীয় ম্যাচে আবাহনী গোল করতে পারেনি। এর আগে ফর্টিস ও মোহামেডানের গোলমুখ খুলতে পারেনি মারুফুল হকের দল।

পুরো প্রথম পর্বে আবাহনী মাত্র একটি গোল হজম করেছে মোহামেডানের কাছে হারের ম্যাচে। বিদেশি ছাড়া কতটা যেতে পারবে আবাহনী, সে সংশয় ছিল সমর্থকদের। তবে দ্বিতীয় থেকে প্রথম পর্ব শেষ করে শিরোপার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো আকাশি-নীলরা।

টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে, ৯ ম্যাচে ৬ জয় ২ ড্র ও ১ হারে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকতে পারা আবাহনীর জন্য একটা সাফল্যই।

আবাহনীকে আজ পড়তে হয়েছিল ব্রাদার্সের শক্ত চ্যালেঞ্জের মুখে। প্রথমার্ধে ব্রাদার্স আক্রমণ গড়েছে বেশ কিছু। প্রাধান্যও ছিল তাদের। দ্বিতীয়ার্ধে আকাশি-নীলেরা চেষ্টা করেছে একটা গোল আদায় করতে। কিন্তু সতর্ক ব্রাদার্স তা হতে দেয়নি। শেষ পর্যন্ত ম্যাচে কোনো গোল আসেনি। তবে আবাহনীর একটু আফসোস থাকতে পারে। এনামুল যে সহজ একটা সুযোগ হারিয়েছেন।

রহমত মিয়াসহ দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ফুটবলারকে নিয়ে ব্রাদার্স ভালোই করেছে প্রথম পর্বে। ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচে। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকায় চারে রহমতগঞ্জ।

প্রথম পর্বের শেষ দিনের দ্বিতীয় ম্যাচে ফর্টিস এফসি ১-০ গোলে হারিয়েছে তিন পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীকে। ৩৪ মিনিটে গাম্বিয়ার ডিফেন্ডার ঈসা জাল্লো করেছেন ম্যাচের একমাত্র গোলটি। ১১ পয়েন্ট নিয়ে ছয়ে শেষ করেছে ফর্টিস।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।