পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্প শুরু হকি দলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০১ অক্টোবর ২০২৫

আগামী মাসের ১৩, ১৪ ও ১৬ তারিখে পকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল। সিরিজজয়ী দলটি সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইয়ে। গুরুত্বপূর্ণ এই সিরিজ সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বুধবার। বৃহস্পতিবার সকাল থেকে অনুশীলন। তবে পুরোদমে অনুশীলন শুরু হবে আগামী রোববার, ওইদিন ক্যাম্পে যোগ দেবেন অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়রা।

সিনিয়র খেলোয়াড়ের ১১ জনের মধ্যে অধিনায়ক রেজাউল করিম বাবুসহ বুধবার ক্যাম্পে যোগ দিয়েছেন ১০ জন। পূজার ছুটিতে আছেন গোলরক্ষক বিপ্লব কুজুর। তিনিও রোববার ক্যাম্পে যোগ দেবেন।

যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব-২১ দল ছিলো মালয়েশিয়ায়। সেখানে কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে বুধবার ভোরে দেশে ফিরেছে যুব দল। যুব দলের খেলোয়াড়দের চারদিন ছুটি দিয়েছে ফেডারেশন। খেলোয়াড়রা বিমানবন্দর থেকে প্রথমে ভাসানী স্টেডিয়ামের হোস্টেলে যান। তারপর সেখান যে যার বাড়িতে চলে গেছেন।

যুব দল মালয়েশিয়ায় পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে চারটি হেরে একটি ড্র করেছে। ডিফেন্ডার আমিরুল ইসলাম মালয়েশিয়া থেকে ফিরে জাগো নিউজকে বলেছেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি মালয়েশিয়া যুব দলের বিপক্ষে। আমরা হেরেছি। তার চেয়েও বড় কথা হলো সেখানে আমাদের খুব ভালো অনুশীলন হয়েছে।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।