নিজেদের গোলে বার্সার হার


প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

অঘটন দিয়ে বছর শুরু হল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। দুর্বল প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা।

রোববার রাতে জরদি আলভা’র আত্মঘাতী গোলে  ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। পিছিয়ে প’ড়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করলেও শেষরক্ষা করতে পারেননি স্ট্রাইকাররা। ফলে হার দিয়েই নতুন বছর শুরু করতে হল বার্সেলোনাকে।

দুই তারকা মেসি ও নেইমারকে  মাঠের বাইরে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ লুইস এনরিক। তাদের অভাবটা ভালোভাবেই টের পেয়েছে বার্সা। এ পরাজয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ হারাল বার্সেলোনা।  

১৬ ম্যাচে  ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ বেশি খেলে বার্সার সংগ্রহ ৩৮ পয়েন্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।