সাংবাদিকের প্রেমে রোনালদো
ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছিদের রেশ কাটতে না কাটতেই নতুন প্রেমে মজেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর নতুন স্প্যানিশ বান্ধবী লুসিয়া ভিয়ালন পেশায় একজন টিভি সাংবাদিক।
গতবার ব্যালন ডি’অর অনুষ্ঠানে থাকলেও এবার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছিলেন না প্রেমিকা ইরিনা শায়েক। এমন কি পুরস্কার গ্রহণ করে সংক্ষিপ্ত বক্তৃতা দেয়ার সময় প্রেমিকা শায়েকের নামও মুখে নেননি রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার। তখনই রাশিয়ান এ মডেলের সঙ্গে রোনালদোর সম্পর্কচ্ছেদের গুঞ্জন ওঠে। পরে ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে লুসিয়া ভিয়ালন নামের ওই রিপোর্টার তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ছবিও তুলেছেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি পোস্টও করেছেন রোনালদো।
রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন দীর্ঘ পাচ বছর। কয়েকদিন আগে হয়ে গেছে আনুষ্ঠানিক বিচ্ছেদ। ইরিনার সঙ্গে তার সম্পর্কচ্ছেদের কথা এবার স্পষ্ট করেই জানিয়েছেন রোনালদো। এ সম্পর্কে তিনি বলেন,পাঁচ বছর পর সম্প্রতি ইরিনার সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। দু’জনেই মনে করেছি এই সিদ্ধান্ত আমাদের দু’জনের জন্যই ভাল।
রোনালদোর এ কথার প্রমাণ পাওয়া গেল। চারবছর বয়সী পুত্র রোনালদো জুনিয়রকে প্রতিদিন স্কুল থেকে বাসায় আনা নেয়া করতেন ইরিনা। কিন্তু সোমবার রোনালদো নিজেই মাদ্রিদের স্কুল থেকে ৪ বছর বয়সী পুত্রকে আনতে যান।
এমআর