দূরে থাকার ৪৪ দিন


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২১ জানুয়ারি ২০১৫

যদিও সাময়িক তবুও দীর্ঘ ৪৪ দিনের বিচ্ছেদ মেনে নিতে হচ্ছে বিরাট কোহলি ও আনুষ্কা শর্মাকে। ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আসর। সেখানে ভারতীয় দলের অন্যতম সদস্য হিসেবে খেলবেন কোহলি। ৪৪ দিনের এ আসরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার তার প্রেমিকার সঙ্গে দেখা করতে পারবেন না। স্ত্রীর সঙ্গে খুব জরুরি কারণ ছাড়া দেখা করার নিয়ম নেই।

কোহলি ও আনুষ্কার সম্পর্কের বিষয়টি ভারতীয় বোর্ডের খুব ভালভাবেই জানা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এরই মধ্যে কোহলিকে ডেকে বিশ্বকাপ চলাকালীন নিয়ম-নীতির বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে। আর এর মাধ্যমে প্রথমবারের মতো কোহলির সফরসঙ্গী এবার হতে পারছেন না আনুষ্কা। ৪৪ দিন প্রেমিকের কাছ থেকে দূরে থাকতে হবে আনুষ্কাকে।

বিষয়টি নিয়ে আনুশকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যেহেতু এটি নিয়ম তাই কোহলি-আনুষ্কা অবশ্যই সেটি মানবেন। তবে ভারতীয় দলের খেলার সময় মাঠে দর্শক হিসেবে ঠিকই উপস্থিত থাকবেন আনুষ্কা। কারণ, কোহলিকে না দেখে এখন একদমই থাকতে পারেন না তিনি। সুতরাং বোঝাই যাচ্ছে, ৪৪ দিনের বিচ্ছেদের আগুনে ভালোভাবেই পুড়বেন কোহলি-আনুশকা!

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।