অনুশীলনে জেমস রদ্রিগেজ


প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দিয়েছেন কলম্বিয়ান ফরোয়ার্ড জেমস রদ্রিগেজ। কর্দোবার বিপক্ষে লিগের ম্যাচ সামনে রেখে অনুশীলন করছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

কোপা দেল রে থেকে বিদায় নেওয়ায় একদিক থেকে চাপমুক্ত রিয়াল। তাই স্প্যানিশ লিগে এই মূহূর্তে বেশী নজর দিচ্ছে দলটি। জেমসের সঙ্গে অনুশীলন করেছেন সতীর্থ ইসকোও।

এ ছাড়া আলাদা আলাদা করে অনুশীলন করেছেন পেপে, মডরিচ, ইকার ক্যাসিয়াস, কেইলর নাভাস ও ফার্নান্দো পাচেকো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।