এফএ অঘটন, ম্যানসিটির ২-০ গোলে হার


প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৫

এফএ কাপে অঘটন ঘটালো ম্যানচেস্টার সিটি। তারা ২-০ গোলে হেরে গেছে দ্বিতীয় সারির দল মিডলসবার্গের কাছে। জাবালেতা, কোম্পানী, ফার্নান্দো, মিলনার, নাভাস, সিলভা, আগুয়েরোদের হারতে হলো ঘরের মাঠ ইত্তেহাদে।

কোনো দলই ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি। বিরতির আগে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে ম্যানসিটি। বিরতির পরে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় মিডলসবার্গ। অতিথিদের হয়ে লিড নেওয়া গোলটি করেন প্যাট্রিক ব্যামফোর্ড। আর দলের দ্বিতীয় ও শেষ গোলটি করেন কিকে। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে প্রথম গোলদাতা প্যাট্রিকের অ্যাসিস্টে গোলটি করেন কিকে।

ম্যানসিটি এ ম্যাচে গোলের একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি। ৮৯ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের একটি সুযোগ ফস্কায়। আর ২৫ মিনিটের মাথায় আগুয়েরোর একটি শট সাইড বারে লাগে।

এফএ কাপের গত ১৫ ম্যাচে ম্যানসিটি নিচের সারির কোনো দলের বিপক্ষে হারেনি। অন্যদিকে এ ম্যাচের আগে মিডলসবার্গ তাদের শেষ ১১ ম্যাচে কোনো ইংলিশ প্রিমিয়ারের দলের বিপক্ষে জয় পায়নি। এবার সব পরিসংখ্যান বদলে দিলেন প্যাট্রিক ব্যামফোর্ড আর কিকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।