লন্ডনে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও চিলি


প্রকাশিত: ০২:২৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

লন্ডনের আর্সেনালের হোম গ্রাউন্ড এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল ও চিলি মুখোমুখি হচ্ছে আগামী ২৯ মার্চ। এ মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের রিম্যাচ।

গত বছর বেলো হরিজন্তেতে দুই দলের দেখা হয়েছিল। বিশ্বকাপের সেই ম্যাচে পেনাল্টি শুট আউটে ব্রাজিল হারিয়েছিল চিলিকে।

নিজের ঘরের বিশ্বকাপটা হতাশায় শেষ করে ব্রাজিল। এ কারণেই পদত্যাগে বাধ্য হন কোচ লুই ফেলিপে স্কলারি। এরপর দলের দায়িত্ব নেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার দুঙ্গা। সেই থেকে টানা ৬ ম্যাচে জিতেছে ব্রাজিল।

বিশ্বকাপের আগে ২০১৩ সালের নভেম্বরে টরেন্টোতে ব্রাজিল ও চিলি মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে হাল্ক ও রবিনিয়োর গোলে ২-১ এ চিলিকে হারিয়েছিল ব্রাজিল।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।