পাক-ভারত ম্যাচে ধারাভাষ্য দেবে অমিতাভ


প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপের মাধ্যমে ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা অমিতাভ বচ্চনের। ১৫ই ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে কপিল দেব, শোয়েব আকতারের পাশে বসে ধারাভাষ্য দেবেন ৭২ বছর বয়সী অমিতাভ।

ধারাভাষ্যকারের ভূমিকা প্রসঙ্গে অমিতাভ বলেন,আমাদের দেশের মানুষের আবেগ পরিচালিত হয় দু’টি জিনিসে- ক্রিকেট এবং সিনেমায়। দু’দিক থেকেই উত্তেজনাকর মুহূর্ত অপেক্ষা করছে আমার সামনে। আমার অভিনীত নতুন ছবি ‘শমিতাভ’ মুক্তি পাচ্ছে ৬ই ফেব্রুয়ারি। এরপর ধারাভাষ্যকার হিসেবে অভিষেকের সুযোগ পাবো আমি।

বাল্কি পরিচালিত শমিতাভ ছবির কাহিনীতে দেখা যাবে, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী একজন অভিনেতার দারুণ অভিনয়-দক্ষতা রয়েছে। তিনি বৃদ্ধ ও জনপ্রিয়তা হারানো একজন সুপারস্টারের সহায়তায় চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পান। চলচ্চিত্রে তার হয়ে কণ্ঠ দেন ওই সুপারস্টার। ছবির গল্পের সঙ্গে মিল রেখে অমিতাভের ভরাট কণ্ঠে ধারাভাষ্য দেয়ার উদ্যোগ নিয়েছে স্টার স্পোর্টস ও শমিতাভ ছবির নির্মাতারা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।