প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার


প্রকাশিত: ০৭:২৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রথম আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

এর আগে প্রথমে ব্যাট করে ৫০ ওভার ব্যাট করে ২৩১ রানে অলআউট হই বাংলাদেশ। মুমিনুল হক ৫২ ও মাহমুদউল্লাহ করে ৪২ রান। এছাড়া সৌম্য সরকার ৩৩ ও সাব্বির রহমান ২৯ বলে ৩১ রান করেন।

২৩২ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় অস্ট্রেলিয়া একাদশ। টুরনের করেন ৭৮ রান।

উল্লেখ্য বিসিবির অনুরোধে ক্রিকেট অস্ট্রেলিয়া মাশরাফিদের জন্য মূল প্রস্তুতি ম্যাচের বাইরে আলাদা দুটি অনুশীলন ম্যাচের ব্যবস্থা করেছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।