অবসর নয়, সিডনি টেস্টেই খেলছেন মিসবাহ


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে নাটকীয়ভাবে হেরে যাওয়ার পর অবসরের চিন্তা-ভাবনা করছেন বলে জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। সম্ভাবনা দেখা দিয়েছিল, সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে নাও দেখা যেতে পারে পাক অধিনায়ককে। তবে পাকিস্তান দলের ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, অবসর নয়, বরং সিডনিতে বছরের প্রথম টেস্টটিতে খেলছেন ৪২ পেরুনো মিসবাহ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির পরিচালক আমজাদ হোসেনই জানিয়েছেন এ তথ্য, ‘মিসবাহ সিডনিতে খেলছেন এবং দলের নেতৃত্বও দেবেন।’

তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটি খেলতে রোববার বছরের প্রথম দিনই মেলবোর্ণ থেকে সিডনি পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। ইংরেজি নববর্ষের প্রথম দিনের নির্ধারিত প্র্যাকটিস বাতিল করে অবকাশ কাটিয়েছে তারা।

২০১৭ সালের এপ্রিল-মের আগে সম্ভবত আর কোনো টেস্ট সিরিজ নেই পাকিস্তানের। ওই সময় ওয়েস্ট ইন্ডিজ সফর করবে তারা। তাহলে নিজের অবসর ভাবনার কথা জানানো মিসবাহ কি তবে সিডনিতেই ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে যাচ্ছেন? এ প্রশ্নের উত্তর এখনও পরিস্কার নয়।

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তার। চলমান সিরিজে ৪ ইনিংসে মাত্র ২০ রান এসেছে মিসবাহর ব্যাট থেকে। মেলবোর্ণে জানিয়েছিলেন, দলে অবদান রাখতে না পারলে এমনিতেই বোঝা হয়ে থাকতে চান না তিনি।

তাহলে সিডনির বিমানে ওঠার আগেই আবার সেই ভাবনাকে মাটি চাপা দিলেন না তো? কে জানে। মিসবাহর অবসর নাটক তো আর নতুন কিছু নয়।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।