সুযোগ পেয়েছিলাম, কাজে লাগাতে পারিনি: ডি ভিলিয়ার্স


প্রকাশিত: ০৩:৫১ এএম, ২৫ মার্চ ২০১৫

উত্তেজনার বারুদে ঠাসা সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে প্রোটিয়ারা। তবে পরাজয় মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে প্রোটিয়ান অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের।

ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, আমার মনে হচ্ছে মাঠে আমরা এটি ফেলে এসেছি। দেশের মাটিতে যারা আমাদের সমর্থন করছে, তাদের কথা মনে করে খারাপ লাগছে। আমরা ট্রফি নিয়ে ঘরে ফিরার সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি, মন্তব্য প্রোটিয়ান অধিনায়কের।

তিনি বলেন, খেলার শুরু দিন থেকে আমরা অঘটনের কথা বলতাম। আজ অঘটন ঘটল, আমাদের বিপক্ষে। ক্রিকেট পিচে থাকাকালে আজকের দিনটিই চূড়ান্ত খারাপ। আমরা ট্রফি জেতার জন্য খেলেছি এবং আমরা চেয়েছিলাম ইতিহাস বদলাতে। বেদনাদায়ক, আমরা তা করতে পারিনি।’ এছাড়াও নিউজিল্যান্ডকে অভিনন্দন জানাই। তারা ভালো খেলেছে এবং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের লড়াই চালিয়ে গেছে, যোগ করেন তিনি।
‘শেষ ওভারটিতে আমি ও ডেল স্টেইন প্রত্যেকটি বল নিয়ে আলোচনা করছিলাম- ইয়োর্কার, স্লো বল, হার্ড লেন্থ। আমরা সবকিছু চেষ্টা করেছি। বৃষ্টির পর আমরা যতটা সম্ভব মানিয়ে নিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যতটা দরকার ছিল, ততটা হয়তো পারিনি।

এখন তিনি কি করবেন, এমন প্রশ্নে জানালেন, এই মুহূর্তে আমার কোনো ধারণা নেই এরপর কি করব। এমনকি এখনো জানিনা আমরা কবে দেশে ফিরছি। ব্যাপারটা মেনে নিতে আমার একটু সময় লাগছে। আমি আমার দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য থাকবো। তবে এই মুহূর্তে যা হয়ে গেছে, সেটা তো আর ফেরানো যাবেনা।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।