টাইগার কোচ হাথুরুসিংহের সমালোচনায় দুর্জয়


প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৮ এপ্রিল ২০১৫

বিশ্বকাপ সফল মিশন শেষে গণমাধ্যমে বোমা ফাটান বাংলাদেশ জাতীয় দলের কোচ হাথুরুসিংহে। গণমাধ্যমকে তিনি বলেন, তার পছন্দের মতো কয়েকজন ক্রিকেটার বিশ্বকাপ দলে থাকলে, বিশ্বকাপে আরো ভাল পারফরমেন্স করতো বাংলাদেশ।

গণমাধ্যমে দল গঠন নিয়ে মন্তব্য করে বিসিবি`র আচরণ বিধি লঙ্ঘন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হাথুরুসিংহে। এমনটাই মন্তব্য করেছেন বিসিবি`র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

বিশ্বকাপের পরপরই তিনি টাইগারদের দল নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন দেশের গণমাধ্যমে। দূর্জয় আরো বলেন, একজন নিয়োগ প্রাপ্ত কোচ হিসেবে এমন মন্তব্য প্রকাশ করতে পারেন না হাথুরুসিংহে।

বিশেষ করে কন্ডিশন বিবেচনায় টাইগারদের দল নির্বাচনের পূর্ব থেকেই স্পিনার জোবায়ের লিখনের ব্যাপারে হাথুরুসিংহের আগ্রহ ছিলো বেশি। যদিও,কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিসিবি নিয়োগ প্রাপ্ত কোচ হিসেবে এমন বক্তব্য অপেশাদারি। তাই হাথুরুর উপরে চটেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।

নাঈমুর রহমান দুর্জয় বলেন, কোচের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও অপেশাদারি। নিয়ম বহির্ভূত কথা বলেছেন কোচ। ক্রিকেট অপরেশন্সের প্রধান যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীন। তাই তার এমন মন্তব্য নির্বাচক প্যানেলের প্রতি অসম্মান করা হয়েছে। যার প্রভাব পড়ে খেলোয়াড়দের উপর।

নাঈমুর রহমান দুর্জয় আরো বলেন, কোচের এমন মন্তব্য বোর্ডের বিপক্ষে কথা বলার অন্যায়। তার ব্যাপারে বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর, এ কাণ্ডে বিসিবিতে এখন সমালোচিত টাইগারদের গুরু হাথুরুসিংহে। বিষয়টি কঠোর ভাবে নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান লিখিত অভিযোগ করেছেন বিসিবি প্রধান নির্বাহী বরাবর।

এমআর/এএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।