তৃতীয় দ্রুততম শতক মুশফিকের (ভিডিও)


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। মাত্র ৬৯ বলে এ শতক করেন তিনি। এটি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। দ্রুততম শতকের তালিকায় সবার ওপরে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

মাত্র ৬৩ বলে শতক করেছিলেন সাকিব। ২০০৯ সালে বুলাওয়েতে সেঞ্চুরির দেখা পান তিনি। আর ওই বছরেই জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ৬৮ বলে শতক করেছিলেন সাকিব।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকে পাকিস্তানের বিপক্ষে ৩২৯ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটসম্যানদের দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের এ পাহাড় দাঁড় করিয়েছে তারা।
 
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।



এমআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।