বিক্রি হচ্ছে ব্রাজিল বিশ্বকাপের দুই স্টেডিয়াম
বিক্রি করা হচ্ছে ব্রাজিল বিশ্বকাপের দুই স্টেডিয়াম। দেশটির নাটাল এবং সালভাদোরের স্টেডিয়াম দুটি বিক্রি করে দিতে চাইছে বর্তমান মালিকানায় থাকা প্রতিষ্ঠানটি। ব্রাজিলের সংবাদমাধ্যম গুলো থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আর্থিক অনটনের মধ্যে পড়া প্রতিষ্ঠানটি নাটালের স্টেডিয়ামটি পুরোটাই বিক্রি করে দিতে আগ্রহী। আর সালভাদোরের স্টেডিয়ামের অর্ধেক মালিকানা স্বত্ব বিক্রি করে দিতে চায় প্রতিষ্ঠানটি।
অর্থনৈতিক সংকটে পড়া ব্রাজিলের বানিজ্যিক প্রতিষ্ঠানটি প্রায় ১৮৭ মিলিয়ন পাউন্ড খরচ করে সালভাদোরের স্টেডিয়ামটি তৈরি করেছিল। এখানে ২০১৪’র বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
আর বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নাটালের স্টেডিয়ামটি বানাতে প্রতিষ্ঠানটি খরচ করেছিল ১৩৪ মিলিয়ন পাউন্ড।
বিএ/পিআর