টেস্টে পয়েন্ট বাড়ানোর সুযোগ বাংলাদেশের


প্রকাশিত: ১০:০৫ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ওয়ানতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর র‌্যাংঙ্কিংয়ে পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। এবার টেস্টে পয়েন্ট বাড়ানোর সুযোগ টাইগারদের সামনে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ড্র করতে পারলে রেটিং পয়েন্ট পাঁচ বেড়ে ৩৭ হবে বাংলাদেশের।

বর্তমানে ৩২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাংঙ্কিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে অষ্টম স্থানে। আর ১৮ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে সবার শেষে। সিরিজটি ড্র হলে পাকিস্তানের পয়েন্ট কমে হবে ৯৯। আর ৯৯ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড। ৯৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ষষ্ঠতে।

বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারলে পাকিস্তান পয়েন্ট কমে হবে ৯৬। আর ২-০ ব্যবধানে সিরিজ জিতলে মিসবাহ-উল-হকের দলের রেটিং পয়েন্ট শুধু এক বাড়বে।

বর্তমানে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাংঙ্কিংয়ের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৮। ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। আর ৯৫ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান সপ্তম।

মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ৬ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।