আবাহনীর বিপক্ষে মোহামেডানের কষ্টার্জিত জয়


প্রকাশিত: ০৫:২৯ এএম, ২১ মে ২০১৫

আবাহনী-মোহামেডানের ম্যাচ মানেই টান টান উত্তেজনা। মাঠের খেলা ছাড়িয়ে যে যুদ্ধের উত্তাপ থাকে গ্যালারিতেও। এমন এক ম্যাচে ইব্রাহিমের একমাত্র করা গোলে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এ জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় অবস্থানে উঠে এলো সাদা কালো জার্সিধারীরা। আর এ হারের ফলে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে নেমে গেলো আকাশী নীল জার্সিধারীরা।

সম্মানের এই লড়াইয়ে দু`দলই সমান পয়েন্ট নিয়ে মাঠে নামলেও,গোল ব্যবধানে আবাহনীর চেয়ে এগিয়ে ছিলো মোহামেডান। যার প্রভাব ম্যাচেও দেখা গেছে বেশ ভালোভাবেই। ম্যাচের শুরু থেকেই আবাহনীর রক্ষণদুর্গে হানা দিতে থাকে সবুজ, সোহেলরা। আবাহনীও বেশ কয়েকবার গোলের সুযোগ হারায় প্রতিপক্ষ গোলরক্ষক রানার শক্ত প্রতিরোধে। এভাবেই গোলশূন্য অবস্থায় শেষ হয় দুই দলের প্রথমার্ধ।

বিরতির পর ফিরে অবশ্য আবাহনীও আক্রমণভাগে জোরালো হয়ে ওঠে। তবে,বারবারই ব্যর্থ হতে হয় মোহামেডানের রক্ষণদুর্গের সামনে। রক্ষণদুর্গে জোরালো হলেও, আক্রমণভাগে ধার দিতে ভুল করেনি জসিম উদ্দিন জসির শিষ্যরা। ম্যাচের বয়স যখন ৯০ মিনিট,তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।