পাকিস্তানের ওয়ানডে দল ঘোষণা


প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৫ মে ২০১৫

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টির মতো ওয়ানডে স্কোয়াডেও ফিরেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ সামি। এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন হ্যারিস সোহেল ও জুনাইদ খান।

টি-২০ সিরিজে খেলা উমর আকমলের জায়গা হয়নি ওয়ানডে স্কোয়াডে। টি-২০’র পর ওয়ানডেতেও বাদ পড়েছেন সাঈদ আজমল।

আগামী ২৬ মে মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। এরপর ২৯ ও ৩১ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : আজহার আলী (অধিনায়ক),  মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, আসাদ শফিক, হ্যারিস সোহেল, শোয়েব মালিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, হাম্মাদ আজম, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি ও জুনাইদ খান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।