অনলাইনে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৮ মে ২০১৫

বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসাবে ৩০ মে সিঙ্গাপুর ও ২ জুন আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ডি ক্রুইফের শিষ্যরা। এবার অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট। প্রীতি ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে সিঙ্গাপুর দল।

বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যেই সিঙ্গাপুর-বাংলাদেশের ম্যাচের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে। ম্যাচে গ্যালারির টিকেটের মূল্য ৫০ ও ভিআইপি টিকিটের মূল্য ১০০ টাকা নির্ধারণ করা করা হয়েছে।

ম্যাচের টিকিট মতিঝিল বাফুফে অফিস গেইট, বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে সংগ্রহ করা যাব। এছাড়া অনলাইনে www.imdhaka.com, www.ticketchai.com  ও ০১৭৭৫৮৮৭৭৪৪ নম্বরে বিকাশের মাধ্যমেও ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য জুনে বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।