রাবিতে ২৩তম আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা শুরু


প্রকাশিত: ১০:১৮ এএম, ১৫ জুন ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২৩তম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় রাবি’র সুইমিংপুলে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নীলুফার সুলতানা, বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. হাবিবুর রহমান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আব্দুল লতিফ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন।

এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, পরিবহন দফতরের প্রশাসক প্রফেসর মো. সাইয়েদুজ্জামান, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মহা. রেজাউল করিম, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর মো. আসাবুল হক ও শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের সিনিয়র উপ-পরিচালক মোহাম্মদ আলী।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।