ঝিনাইদহে মানবপাচারকারী গ্রেফতার
ঝিনাইদহের শৈলকুপার রঘুনন্দনপুর গ্রাম থেকে মাছরা উদ্দিন (৪০) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাছরা উদ্দিন রঘুনন্দনপুর গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান জানান, ভোরে শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মানবপাচারকারী মাছরা উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় মানবপাচারের মামলা রয়েছে।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পানি পথে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিলো মাছরা উদ্দিন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এআরএ/আরআইপি