বলিভিয়াকে হারিয়ে শেষ চারে পেরু


প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৬ জুন ২০১৫

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পাওলো গুয়েরেরোর হ্যাটট্রিকে ৩-১ গোলের জয় পেয়েছে পেরু। ফলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চিলি।

এর আগে, ম্যাচের ২০ মিনিটে লিড নেয় গত আসরের তৃতীয় স্থান অধিকার করা পেরু। হুয়ান ভারগাসের অ্যাসিস্টে হেড থেকে পেরুকে এগিয়ে দেন পাওলো গুয়েরেরো। এর তিন মিনিট পর আবারো বলিভিয়ার জাল কাঁপিয়ে গোল করেন গুয়েরেরো। কিউবার অ্যাসিস্টে নিজের আর দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধে এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেরু।

বিরতির পর নিজেদের ডিফেন্সে শক্তি বাড়িয়ে পেরুকে আটকে রাখে বলিভিয়া। বিরতির প্রথমদিকে বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে পেরুর পিজারো ও ফারকান। এরই মধ্যে ৭৪ মিনিটের বলিভিয়ানদের ভুল পাস থেকে বল পেয়ে গোলরক্ষক কুইনোনেজকে ফাঁকি দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন গুয়েরেরো।

৮৪ মিনিটে ব্যবধান কমায় বলিভিয়া। মোরালেসের বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে বলিভিয়ার হয়ে খেলতে নামা লিজিওকে নিজেদের ডি-বক্সে অযথাই ফেলে দেন পেরুর ডিফেন্ডার। ফলে, পেনাল্টি লাভ করে বলিভিয়ানরা। আর সে সুযোগকে কাজে লাগিয়ে মার্সেলো মোরেনো ব্যবধান কমান। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছিড়ি পেরু।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।