চারদিনের ছুটিতে টাইগার বাহিনী


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৬ জুন ২০১৫

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর মাত্র চার দিনের ছুটি পেয়েছে টাইগার বাহিনী। ভারত সিরিজে যেসব ছোটখাটো ভুল হয়েছে সেগুলো শুধরে নিতে চার দিন পরে আবারো অনুশীলনে নামবে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ৩০ জুন আবার অনুশীলনে নেমে পড়বেন ক্রিকেটাররা। চারদিন ছুটি পাচ্ছেন টাইগাররা। এর মধ্যে কেউ কেউ আগে থেকেই অনুশীলনে নেমে পড়বেন।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা ও পেসার রুবেল হোসেন অনুশীলনে নামছেন আগামীকাল থেকেই। তাদের ফিটনেস নিয়ে ট্রেনার মারিও ভিল্লাভারায়ন আগে থেকে কাজ শুরু করবেন। এই দুই পেসারের সঙ্গে তরুণ ক্রিকেটারদের মধ্যে জুবায়ের হোসেন ও রনি তালুকদার অনুশীলনে অংশ নিতে পারেন। এছাড়া যাদের ফিটনেসের সমস্যা আছে তারা আগে থেকেই অনুশীলনে যোগ দেবেন।

প্রসঙ্গত, দুটি করে টেস্ট ও টি ২০ এবং তিনটি ওয়ানডে ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ জুন বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে দুটি টি ২০ ৫ ও ৭ জুলাই। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ১০ ও ১২ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ জুলাই। প্রথম টেস্ট শুরু হবে ২১ জুলাই চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ জুলাই মিরপুরে শুরু হবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।