দ্বিতীয় সুয়েজ খাল দিয়ে প্রথমবারের মতো চললো জাহাজ


প্রকাশিত: ০৪:২০ এএম, ২৬ জুলাই ২০১৫

মিশরের দ্বিতীয় সুয়েজ খাল দিয়ে প্রথমবারের মতো মালবাহী জাহাজ অতিক্রম করলো। শনিবারের পরীক্ষামূলক মহড়ায় বেশ কিছু কন্টেইনার জাহাজ খালটি অতিক্রম করে। এসময় হেলিকপ্টার এবং নৌবাহিনীর জাহাজ তাদেরকে প্রহরা দিচ্ছিল। আগামী মাসে এই জলপথটি উন্মুক্ত করে দেয়া হবে।

ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রথম সুয়েজ খাল চালুর প্রায় দেড়শ বছর পর এর পাশ দিয়ে দ্বিতীয় এই খালটি খনন করা হল। ৭২ কিলোমিটার এই জলপথটি দিয়ে উভয় দিকেই জাহাজ চলাচল করতে পারবে।

এই খাল দিয়ে বড়সড় জাহাজও পার হতে পারবে। বছর খানেক আগে নতুন এই খালটির খনন কাজ শুরু হয়। এটি বর্তমান খালের পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করছে। বিবিসি।


এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।