ভারতে তৃতীয় প্রস্তুতি ম্যাচ জিতেছে হ্যান্ডবল দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৮ নভেম্বর ২০১৯

এসএ গেমস সামনে রেখে পুরুষ ও মহিলা হ্যান্ডবল দল প্রস্তুতি ম্যাচ খেলতে এখন ভারত সফর করছে। দেশটির দিল্লি, হিমাচল ও পাঞ্জাবে ৬ টি ম্যাচ খেলার কথা হয়েছে পুরুষ হ্যান্ডবল দলের। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলেও ফেলেছে। ফল খারাপ নয়। তিন ম্যাচের দুটিতে জিতেছে, একটিতে হেরেছে।

বুধবার দিল্লিতে প্রথম ম্যাচে বর্ডার পুলিশ দলের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছিল ৩১-২৯ গোলে। তবে পরের দিন সেখানে দ্বিতীয় ম্যাচে হেরেছে ৩৮-৩২ গোলে।

দিল্লি থেকে হ্যান্ডবল চলে গেছে হিমাচলে। সেখানে আজ প্রথম ম্যাচ খেলেছে হিমাচল হ্যান্ডবল একাডেমির বিরুদ্ধে। জিতেছে ৩৭-২৭ গোলে।

হ্যান্ডবল দল হিমাচল থেকে চলে যাবে পাঝ্হাবে। সেখানেও খেলবে আরো তিনটি ম্যাচ।

এদিকে মেয়েরা দুটি দলের বিরুদ্ধে দুটি করে চারটি ম্যাচ খেলেছে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।