মুরালিধরনকে ছাড়িয়ে সাকিব আল হাসান


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৪

মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি  উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। দলটির বিপক্ষে সাকিব আল হাসানের সংগ্রহ ৬০ টি উইকেট।

মিরপুরে অনুষ্ঠিত দু’দলের চতুর্থ একদিনের ম্যাচে ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজার উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন সাকিব। এর আগে লঙ্কানদের হয়ে ২০১১ সালে অবসর নেয়া মুরালি জিম্বাবুয়ের বিপক্ষে ৫৯টি উইকেট নিয়েছিলেন।

মুরালি এতদিন আফ্রিকান দেশটির বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি থাকলেও তার পেছনেই ৫৬ ও ৫৪ উইকেট রয়েছে বাংলাদেশেরই স্পিনার আব্দুর রাজ্জাক ও পেসার মাশরাফি মর্তুজার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।