দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় ভারত


প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

সবুজ উইকেটে অনভিজ্ঞ একটি দলের কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ের ধারায় ফিরে সিরিজ বাঁচিয়ে রাখতে চায় স্বাগতিক ভারত।

প্রথম ম্যাচে পুনের ট্র্যাককে ‘ইংলিশ’ উইকেট হিসেবে বর্ণনা করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এবার নিজ মাঠের সমর্থকদের সামনে খেলতে নামছেন ধোনি। প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া এ মাঠে উপমহাদেশের জটিল উইকেট আশা করতে পারেন তিনি।

এ মাঠে এ পর্যন্ত তিনটি ওয়ানডে ম্যাচের কোনোটিতেই হারেনি ভারত এবং প্রতিটি ইনিংসেই তারা তিন শতাধিক রান করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এখানে হাইস্কোরিং একটি ম্যাচ আশা করা যেতেই পারে। তবে আউট ফিল্ড নিয়ে শঙ্কা কিছুটা থাকছেই।

অনভিজ্ঞদের নিয়ে গড়া শ্রীলঙ্কা দলের হারানোর কিছুই নেই এবং সিরিজ নিশ্চিত করতে তারা জীবন দিয়ে লড়বে। তবে ব্যাটিং উইকেটে একবার ভারতীয় ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারলে সেটা মোটেই সহজ হবে না লঙ্কারনদের জন্য।

শ্রীলঙ্কান পেস ত্রয়ী কুসান রাজিথা, দুশমন্ত চামিরা এবং দাসুন শানাকা পুনের সবুজ উইকেটে অসাধারণ পারফরমেন্স করেছেন। তবে রাঁচিতে তাদের পরীক্ষা মিলবে।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ৩-০ ব্যবধানে জয়ী সিরিজে টপ অর্ডারের সুবাদে ভারতীয় মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ব্যাট করার সুযোগ খুব একটা পাননি। কিন্তু পুনেতে সকলেই ব্যর্থ হয়েছেন।

একমাত্র রবিচন্দ্রন অশ্বিনই কিছুটা ধৈর্য্যরে পরিচয় দেয়ায় ভারত শেষ পর্যন্ত মোটামুটি মানের একটি স্কোর গড়তে সক্ষম হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ধোনি চাইবেন তার ব্যাটসম্যনরা ভারত কিংবা বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রমাণ করুক।

অন্য সব কিছুর চেয়ে নিজের ফর্ম নিয়েও কিছুটা চিন্তি থাকবেন ধোনি। বিশ্বকাপের আগে সিরিজের বাকি দুই ম্যাচ এবং এশিয়া কাপে নিজের স্বরূপে ফিরতে চাইবেন তিনি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।