তামিমের ব্যাটিং নৈপুণ্যে পেশোয়ারের জয়


প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

তামিমের আসাধারণ ব্যাটিং নৈপুন্যে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৮ বলে ৮০ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন তামিম। তার করা রানের উপর দাঁড়িয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭ উইকেটে  হারিয়েছে পেশোয়ার জালমি।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে ইসলামাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন খালিদ লতিফ। ওয়াহাব রিয়াজের বলে লতিফের দুর্দান্ত এক ক্যাচও নিয়েছিলেন তামিমই। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক মিসবাহ-উল-হক। পেশোয়ারের ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আসঘার নেন দুটি করে উইকেট।
 
১৫৩ রান তাড়া করতে নেমে পেশোয়ারকে ভালো সূচনা এনে দেন তামিম ও মোহাম্মদ হাফিজ। দলীয় ৩৬ রানে মোহাম্মদ সামির বলে ফেরা হাফিজ ১৪ বলে ২৫ রানের ছোট্ট ঝড়ো ইনিংস খেলেন। এরপর এক প্রান্ত আগলে রেখে সতীর্থের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম।

তামিম ৩৭ বলে পূর্ণ করেন ফিফটি। চতুর্থ উইকেটে শহীদ ইউসুফের সঙ্গে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন তামিম। ৫৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল তামিমের ৮০ রানের ম্যাচজয়ী ইনিংসটি। ১৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন ইউসুফ।
 
এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।