কর্পোরেট নারী কাবাডি লিগ
ঢাকা-নরসিংদী কোয়ালিফায়ারে

দুই ম্যাচ পর ছন্দ ফিরে পেয়ে শীর্ষে থেকেই মেয়েদের কর্পোরেট কাবাডি লিগের কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে ঢাকা টুয়েলভ। জাতীয় কাবাডি স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় বজলুর রশীদের দল ২২-১৮ পয়েন্টে হারিয়েছে নরসিংদী লিজেন্ডসকে।
দুই পর্ব মিলিয়ে ১০ ম্যাচে ঢাকা টুয়েলভের পয়েন্ট ১৭, জিয়াউর রহমানের নরসিংদীর ১৬। শনিবার বিকাল সাড়ে ৪টায় এই দু’দলই প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। ম্যাচজয়ী দল ৩১ জানুয়ারি ফাইনাল খেলবে। আর বিজিত দল ২৯ জানুয়ারি খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার, যেখানে প্রতিপক্ষ হবে টেকনো মিডিয়া-বেঙ্গল ওয়ারিয়র্সের মধ্যকার এলিমিনেটর জয়ী দল।
এলিমিনেটর ম্যাচটি হবে ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাদশা মিয়ার টেকনো মিডিয়া ৩১-২০ পয়েন্টে হারায় মতলব থান্ডারকে। আর শেষ চারে থাকতে ‘অঘোষিত ফাইনালে’ বেঙ্গল ওয়ারিয়র্স তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ তিন মিনিটের আধিপত্যে ২৮-২৫ পয়েন্টে হারায় নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সকে।
আরআই/এমএমআর/জিকেএস