ম্যাকাওকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং শ্রীলঙ্কান টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলম্বোতে চলমান আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতার চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের বালিকা দল ২-১ ম্যাচে ম্যাকাও বালিকা দলকে পরাজিত করেছে।

বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সুমাইয়া আক্তার ৬-০, ৬-০ গেমে ম্যাকাওয়ের ইমা ইয়ংকে পরাজিত করেন। অপর এককে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ৬-৪, ৫-৭, ৫-৭ গেমে ম্যাকাওয়ের হং ও-এর নিকট পরাজিত হয়েছেন। ফলে ম্যাকাও বালিকা দল ১-১ ম্যাচে সমতায় ফিরে আসে।

দ্বৈতের খেলায় বাংলাদেশের সুমাইয়া-জারা জুটি ৬-২, ৬-৩ গেমে ম্যকাওয়ের ইমা-হং জুটিকে পরাজিত করে। বাংলাদেশ বালিকা দল ২-১ ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে জয়লাভ করে।

শুক্রবার বাংলাদেশ বালক দল মঙ্গোলিয়া এবং বালিকা দল কিরগিজস্তানের মোকাবেলা করবে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।