হাথুরুসিংহে এখন ঢাকায়
তিনি আসবেন, কখন আসবেন? সে অপেক্ষায় উন্মুখ হয়ে ছিলেন বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা। অবশেষে তিনি মানে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এলেন।
আজ (সোমবার) রাত সাড়ে ১০টা নাগাদ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন টিম বাংলাদেশের প্রধান কোচ। আগেই জানা, হাথুরু অস্ট্রেলিয়া থেকে আসবেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট টাইগারদের হেড কোচ হাথুরুসিংহেকে নিয়ে নির্ধারিত সময় রাত ১০টা ৪০ মিনিটের কয়েক মিনিট আগেই রাজধানী ঢাকা এসে পৌঁছায়।
আরও পড়ুন: কথাবার্তা চূড়ান্ত করতে আসছেন হাথুরুসিংহে, তবে...
জানা গেছে, আগামীকাল না হয় পরশু ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও নির্বাচকদের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠক করবেন হাথুরুসিংহে। তারপর ২৩ ফেব্রুয়ারি শেরে বাংলায় জাতীয় দলের ক্রিকেটরদের প্র্যাকটিস দেখবেন তিনি।
ধারণা করা হচ্ছে, ঢাকা পৌঁছানোর পর ক্রিকেটারদের সাথে বসে প্র্যাকটিস শুরুর দিন তারিখ ঠিক করবেন দ্বিতীয়বার বাংলাদেশের হেড কোচ হয়ে আসা এ লঙ্কান।
এআরবি/এমএমআর