‘বিশ্বকাপে পদক ধরে রাখাই হবে প্রথম লক্ষ্য’

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপ কাবাডি খেলতে শনিবার ইরান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এই ইরানেই ২০১৯ সালে যুব বিশ্বকাপের প্রথম আসর বসেছিল। বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছিল। এবার প্রত্যাশা একটু বেশি। ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ এবার পদকের রংটা বদলাতে চায়।

প্রথম যুব বিশ্বকাপে খেলা বাংলাদেশ দলের একমাত্র খেলোয়াড় উজ্জাপন চাকমা আছেন এবারের দলে। যে কারণে বাংলাদেশ কাবাডি ফেডারেশন তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন যুব দলের অধিনায়ক অলরাউন্ডার উজ্জাপন চাকমা।

জাগো নিউজ: আরেকটি যুব বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। এবার লক্ষ্য কী?
উজ্জাপন চাকমা: প্রথম বিশ্বকাপে আমরা ব্রোঞ্জ জিতেছিলাম। এবার আমাদের প্রথম লক্ষ্য ওই পদক ধরে রাখা। তারপর চেষ্টা করবো যতটা ভালো করা যায়।

জাগো নিউজ: আপনি তো আগের বিশ্বকাপে খেলা একমাত্র সদস্য হিসেবে এই বিশ্বকাপেও যাচ্ছেন। আগের বিশ্বকাপের সঙ্গে এই বিশ্বকাপের দলের তুলনা যদি করেন...
উজ্জাপন চাকমা: আমাদের দল গতবারের চেয়ে ভালো। তবে এবার ভারত আছে বিশ্বকাপে, গতবার ছিল না। গ্রুপিং ও ফিকশ্চারের ওপর অনেক কিছু নির্ভর করছে।

জাগো নিউজ: এবার ভারত থাকায় কি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আরেকটু বাড়লো?
উজ্জাপন চাকমা: আসলে আমার কাছে মনে হয় না কোনো দল ওভাবে এগিয়ে থাকবে। আমরা লড়াই করতে পারবো। কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবো। তারপর যা হয় হবে।

জাগো নিউজ: বাংলাদেশ দলের শক্তিটা বেশি কোন বিভাগে?
উজ্জাপন চাকমা: আমাদের আক্রমণ ও রক্ষণভাগ প্রায় সমান। যদি কিঞ্চিত এগিয়ে রাখি তাহলে সেটা আক্রমণভাগকে।

জাগো নিউজ: বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন? এই খেলোয়াড়রা কিভাবে উঠে এসেছে?
উজ্জাপন চাকমা: আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের বেশিরভাগ খেলোয়াড় আইজিপি কাপ যুব কাবাডি থেকে উঠে এসেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা দুইজনও আছেন।

জাগো নিউজ: আপনি তো এখনও প্রিমিয়ার লিগ খেলেননি। আগামী লিগে কোন দলে খেলবেন?
উজ্জাপন চাকমা: আমি প্রথম বিভাগের দল ডিএমপি কাবাডি ক্লাবে খেলেছি। দল প্রিমিয়ার লিগে উঠেছে। আগামীবার প্রিমিয়ার লিগে খেলবো।

জাগো নিউজ: আপনার পরিবারের অন্য কেউ খেলাধুলা করেন?
উজ্জাপন চাকমা: না। অন্য কেউ খেলাধুলা করে না। আমার বড় ও মেজো ভাই রাঙ্গামাটির বরকল উপজেলায় ব্যবসা করেন। ছোট ভাই নবম শ্রেণির শিক্ষার্থী। একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে।

জাগো নিউজ: ধন্যবাদ।
উজ্জাপন চাকমা: আপনাকেও ধন্যবাদ।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।