ওয়ান্ডারার্স-আজাদ স্পোর্টিংয়ের জয়
প্রথম বিভাগ ক্রিকেটে শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একটি ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৬ উইকেটে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে এবং অপরটিতে আজাদ স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে ইস্কাটন সবুজ সংঘকে পরাজিত করেছে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও ইন্দিরা রোড ক্রীড়া চক্র। প্রথমে ব্যাট করে ইন্দিরা রোড নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৯ সংগ্রহ করেছে। জবাবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে। জয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেছেন শাহেদ আদনান।
দিনের অন্য ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব ও ইস্কাটন সবুজ সংঘের মধ্যকার ম্যাচটি। টস হেরে ইস্কাটন ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে। জবাবে আজাদা স্পোর্টিং ক্লাব ৪২.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছেছে। সর্বোচ্চ রান এসেছে আরিফুল ইসলামের কাছ থেকে। তিনি ১১৫ রানে অপরাজিত ছিলেন।