হকির চূড়ান্ত পর্বে বাংলাদেশের অনূর্ধ্ব-২১


প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৪

ইতোমধ্যেই জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। জুনিয়র এএইচএফ কাপ হকির চলমান আসরে টানা ৩ ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশের যুবরা। তারা একে একে হারিয়েছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও ওমানকে। এবারে আসরে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কা বধের মিশনে নামছে স্বাগতিকরা। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় হকি দলের অতীত ইতিহাস মোটেও মলিন নয়; বরং তা বেশ উজ্জ্বল। ১৯৯৫ সালের সাফ গেমসে ১-১ গোলে এবং ২০১০ সালের এশিয়ান গেমস বাছাই পর্বে ৩-৩ গোলে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। এরপর ২০১২ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে বাংলাদেশের সামনে বড় বাধা ছিল এই শ্রীলঙ্কাই। সেবার লংকানদের ৫-৩ গোলে হারিয়েই শেষ চারের বাধা টপকে ছিল লাল-সবুজের দল।

বাংলাদেশের এই দলে রয়েছে গোল সীমানার সেই অতন্দ্র প্রহরী, অসীম গোপ। শনিবারও তিনি হতে পারেন টার্ফে শ্রীলঙ্কার বধের অন্যতম হাতিয়ার। লঙ্কানদের আটকাতে দৃঢ় প্রতিজ্ঞ অসীম গোপ। বলেছেন, কোন ছাড় দেবো না। আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলে যাব। বরং লংকানদের বিপক্ষে আরও বেশি জ্বলে ওঠার চেষ্টা করবো। তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়াবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।