বাংলাদেশের প্রাথমিক দল চূড়ান্ত


প্রকাশিত: ০৪:৪১ এএম, ০৬ ডিসেম্বর ২০১৪

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল ঘোষণা আসতে পারে শনিবারই। শুক্রবার বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য ৩০ সদস্যর প্রাথমিক দল চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যেই আমরা বিশ্বকাপের প্রাথমিক দলটি বোর্ডের কাছে জমা দিয়েছি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার প্রাথমিক সেই দলটি ঘোষণা করতে পারে।

চমক হিসেবে কারা কারা বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন এই বিষয়টি না জানালেও ফারুক আহমেদ বলেন, ‘৩০ সদস্যের এই দল ঘোষণার পর আগামী মাসের ৫ তারিখের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা আসতে পারে। অবশ্য তার আগে ক্রিকেটারদের নিয়ে একটি প্রস্তুতি ক্যাম্প হতে পারে। তবে এটা অবশ্যই প্রিমিয়ার লিগের পরে।’

উল্লেখ্য, সফরকারী জিম্বাবুয়েকে টেস্ট ও ৫০ ওভারের ক্রিকেটে ধবলধোলাইয়ের পর টাইগার ক্রিকেটাররা এখন প্রিমিয়ার ক্রিকেট নিয়ে ব্যস্ত। সেক্ষেত্রে চলমান ঘরোয়া লিগের পারফরম্যান্স বিবেচ্য বিষয়ের মধ্যে থাকলেও মূলত জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্সের বিচারে ২০১৫ বিশ্বকাপের দল সাজাবে বাংলাদেশ। যেখানে টাইগারদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মাশরাফি বিন মর্তুজা, আর সহ-অধিনায়কত্ব পালন করবেন সাকিব আল হাসান। বিশ্বকাপের প্রস্তুতি নিতে জানুয়ারিতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।