রিও অলিম্পিকে মধ্যরাতে সাঁতার


প্রকাশিত: ১০:২২ এএম, ০৬ ডিসেম্বর ২০১৪

ব্রাজিলের রিওতে ২০১৬ সালের অলিম্পিক আসরের জনপ্রিয় দুটি ইভেন্টের খেলা হবে মধ্যরাতে। আমেরিকার টিভি দর্শকদের কথা মাথা রেখেই মূলত সাঁতার ও বিচ ভলিবলের খেলা মধ্যরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর পেছনে অবশ্য যুক্তি রয়েছ। কারণ সাঁতার ও বিচ ভলিবল ইভেন্ট দুটি খুবই জনপ্রিয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই দর্শকদের কথা বিবেচনা করেই আমেরিকার প্রাইম টাইমে হবে দুটি ইভেন্টের খেলা।

আইওসির মুখপাত্র মার্ক অ্যাডমস জানিয়েছেন, রিও অলিম্পিকের সব বিভাগের খেলার সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন বিশ্বের সবাই তাদের পছন্দের খেলা দেখতে পারেন। ২০১৬ সালের ৫ আগস্ট শুরু হবে রিও অলিম্পিক। প্রতিযোগিতার পর্দা নামবে ২১ অগাস্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।