শীর্ষে ফাহাদ-রাজীব-তাহসিন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৪ মে ২০২৩

বঙ্গবন্ধু এশিয়ান জোন ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে তৃতীয় রাউন্ড শেষে ৩ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন- আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

এদিকে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন ৭ জন খেলোয়াড়। তারা হলেন-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, শ্রীলঙ্কার ফিদেমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান ও নেপালের ফিদেমাস্টার রূপেস জয়সুয়াল।

অপরদিকে নারী বিভাগের তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশের ৪ জন খেলোয়াড় ২.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন-নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার নাজারানা খান ইভা, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ও ওয়ারসিয়া খুশবু।

২ পয়েন্ট করে সংগ্রহ করা ৫ জন খেলোয়াড় হলেন-নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ, কাজী জারিন তাসনিম ও শ্রীলঙ্কার নারী ক্যান্ডিডেটমাস্টার সানুদুলা কে এম দাহামদি।

তৃতীয় রাউন্ডের খেলা বৃহস্পতিবার বিকেলে হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়। ওপেন ও নারী বিভাগের চতুর্থ রাউন্ডের খেলা আগামীকাল শুক্রবার বেলা ৩টা হতে একই ভেন্যুতে শুরু হবে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।