কোহলির পক্ষে চ্যাপেল
ভারতের টেস্ট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জায়গায় বিরাট কোহলিকে লংগার ভার্সনে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল।
অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্টে কোহলির নেতৃত্বে খেলেছে ভারত। অভিষেকেই আলো ছড়িয়েছেন অধিনায়ক কোহলি। করেছেন দুটি সেঞ্চুরি। যদিও ভারত হেরেছে ৪৮ রানে। তারপরও কোহলির লড়াকু মানসিকতা, পারফর্ম ও নেতৃত্বের কৌশলে মুগ্ধ ইয়ান। ইএসপিএনক্রিকইনফোতে এক কলামে ইয়ান লিখেছেন, ‘অ্যাডিলেড টেস্টে কোহলির পারফর্ম বিবেচনা করে নির্বাচকদের অবশ্যই তাকে নিয়মিত (ফুল টাইম) অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া উচিত। কোনো সন্দেহ নেই টেস্টে অধিনায়ক ধোনি তার সোনালী সময় পার করে ফেলেছেন। আর এই সময়ে কোহলিকে পূর্ণ অধিনায়কের দায়িত্ব দেওয়ার উপযুক্ত সময়।’
৭১ বছর বয়সী ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৯৭১ থেকে ১৯৭৫ সাল অবধি। তার মতে, কোহলির দুর্বলতা হচ্ছে ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই অনফিল্ডে সিরিজের প্রথম টেস্টে তর্কে জড়িয়ে পড়েছিল প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে। ভারতের বর্তমান দলটি খুবই তরুণ। তাই এর নেতৃত্বে কোহলিরই আসা উচিত।