আইএমএফ’র প্রধান পদে দ্বিতীয় মেয়াদে দাঁড়াচ্ছেন লাগার্ডি


প্রকাশিত: ০২:০৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হিসেবে ক্রিস্টিন লাগার্ডি শুক্রবার দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ইউরোপের দেশগুলোর পক্ষ থেকে জোরালো সমর্থন পাওয়ার পর তিনি এমন ঘোষণা দিলেন।

ফ্রান্সের সাবেক এ অর্থমন্ত্রী ফ্রান্সের ২ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হ্যাঁ, আমি দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করছি ।’ আইএমএফ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ শুরু করার একদিন পর তিনি একথা বলেন।

আগামী পাঁচ বছরের জন্য মুদ্রা তহবিলের প্রধান নির্বাচিত করা হবে।

একে/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।