সত্যি সত্যি ভেঙে গেলো বিরাট-আনুষ্কার সম্পর্ক!


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

আর কোনও গুজব নয়! সত্যি সত্যিই বিচ্ছেদ হয়ে গেল বিরুষ্কার (বিরাট কোহলি-আনুষ্কা শর্মা)। কয়েকদিন ধরেই বি-টাউনে এই একটাই জল্পনা, `সত্যিই কি বিচ্ছেদ হয়ে যাবে এই দুই সেলিব্রিটির?` অবশেষে সে শঙ্কাটাই সত্যি হল।

এতদিন এ গুজব নিয়ে মুখ খোলেননি অানুষ্কা শর্মা; কিন্তু, এবার দেখা যাচ্ছে বিরাট কোহলিকে নিজের টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আনফলো করে দিয়েছেন। এরপরই নিজের একটা ছবি সোশ্যাল সাইটে শেয়ার করে তার ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘হার্টব্রোকেন’। সে থেকেই এ জল্পনাটা সত্যি বলে ধরে নিল বি-টাউনের একটা বড় অংশ।

সম্পর্কটা যে সত্যি-ই আর নেই, তার প্রমাণ পাওয়া গেলো গত শনিবার। অভিনেতা অঙ্গদ বেদীর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন বিরাট। মুম্বাইয়ের এক নাইটক্লাবে সেদিন উপস্থিত এক সুন্দরীকে বিরাট তার সঙ্গে নাচের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আই অ্যাম সিঙ্গল। লেটস ড্যান্স।’ নিজের মুখে এ কথা স্বীকার করার পর আর কোনও সন্দেহ থাকে না। অানুষ্কার সঙ্গে যে তার সত্যিই বিচ্ছেদ ঘটে গেছে, সে কথাও প্রকাশ্যে স্বীকার করে নেন তিনি।

অনুষ্কার এক ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় বিভিন্ন মিডিয়া জানাচ্ছে, বিরাট অানুষ্কাকে এ বছরই বিয়ের প্রস্তাব দেন; কিন্তু তাতে বেঁকে বসেন এই বলিউড নায়িকা। আপাতত তিনি ‘সুলতান’-এর শুটিং নিয়ে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময়ে বিয়ে করলে তা তার ক্যারিয়ারের জন্য বাধা হতে পারে বলে মনে করেন আনুষ্কা। সে কারণেই আগামী বছর অর্থাৎ ২০১৭-তে বিয়ে করতে চান তিনি।

এই বিষয় নিয়েই মনোমালিন্য হয় এই হবু দম্পতির। যা শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকেই এগিয়ে নিয়ে গেলো দু`জনকে।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।