বিশ্বের সবচেয়ে বড় দুরবিন বসাচ্ছে চীন


প্রকাশিত: ০৫:৪২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বের সবচেয়ে বড় বেতার দুরবিন (রেডিও টেলিস্কোপ) বসানোর পরিকল্পনা নিয়েছে চীন। এজন্য প্রায় নয় হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নেওয়া হবে। চীনের গুইঝাও প্রদেশের পিংটাং এবং লুওডিয়ান এলাকা থেকে এসব মানুষকে সরিয়ে অন্যত্র নেওয়া হবে।

দুরবিন বসানো এবং তা পরিচালনার জন্য স্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নয় হাজার মানুষকে সরিয়ে নিয়ে নতুন জায়গায় ঘরবাড়ি করে দেয়া হবে। এ জন্য প্রায় পাঁচ কিলোমিটার এলাকা থেকে এসব মানুষকে উচ্ছেদ করা হবে।

দেড় যুগেরও বেশি সময় আগে এ দুরবিন তৈরির পরিকল্পনা নিয়েছিল চীন। নির্মাণাধীন এ দুরবিন ফাইভ হানেড্রেড-মিটার অ্যাপারচার স্পেরিক্যাল টেলিস্কোপ বা ‘ফাস্ট’ নামে পরিচিত। ৩৬ ফুট দীর্ঘ প্যানেল বসিয়ে বিশাল চাকতি বা ডিস্ক তৈরি করা হবে। আর এ দিয়ে ধরা হবে মহাকাশের অতি দূর নক্ষত্রালোক থেকে ভেসে আসা বেতার সংকেত । কৃষ্ণগহ্বর, নক্ষত্রপুঞ্জ থেকে শুরু করে মহাজাগতিক নানা বস্তু থেকে ভেসে আসছে এ সব বেতার তরঙ্গ।

পুর্টো রিকোর আরেসিবো মানমন্দির বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুরবিন। কিন্তু ‘ফাস্ট’ আকারে এরচেয়ে দ্বিগুণ বড় হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া এ দুরবিনে মহকাশের যতোটুকু এলাকা খতিয়ে দেখা যায়, ‘ফাস্ট’ দিয়ে তার চেয়েও দ্বিগুণ এলাকা দেখা যাবে। আর বেতার তরঙ্গ ধারণের ক্ষেত্রে আরেসিবো মানমন্দিরের দুরবিনের চেয়েও তিন থেকে পাঁচগুণ বেশি স্পর্শকাতর হবে চীনা দুরবিন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।