হোয়াটসঅ্যাপে কার সঙ্গে বেশি কথা হয় বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৫ জুন ২০২৪

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপ বদলে যাচ্ছে। মেটা সাইটটিতে নানান পরিবর্তন আনতে চলেছে। এরই মধ্যে একাধিক নতুন ডিজাইন যুক্ত হয়েছে সাইটটিতে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহারে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করতে চালু হতে যাচ্ছে নতুন ফিচার।

হোয়াটসঅ্যাপে সারাক্ষণ চ্যাট করছেন। আবার অনেকের ক্ষেত্রে এমন চ্যাটের সংখ্যা একাধিক থাকে। এখন প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে হোয়াটসঅ্যাপে চ্যাটের সংখ্যা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেছেন, তা অনেকেই জানতে পারেন না। মাসের পর মাস চ্যাট জমতে জমতে অনেকে ভুলে যান, কার সঙ্গে বেশি কথা হয়, কার সঙ্গে কম। তবে এটি বোঝার সহজ উপায় রয়েছে। সেটি জানা থাকলে আর অসুবিধা হবে না। হোয়াটসঅ্যাপের মধ্যেই সেটি দেখা যায়।

বিজ্ঞাপন

জেনে নিন কীভাবে জানতে পারবেন হোয়াটসঅ্যাপে কার সঙ্গে বেশি কথা হয়-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। খুললে উপরের তিনটে ডট দেখা যাবে।
>> এবার সেখানে ট্যাপ করলে একটি মেনু খুলে যাবে।
>> ওই মেনুতে গিয়ে সেটিংসে যেতে হবে।
>> সেখানে গিয়ে ডাটা অ্যান্ড স্টোরেজে যান।
>> ওই অপশন খুললে বেশ কিছু চ্যাট দেখাবে আপনাকে।
যে চ্যাটের স্টোরেজ সবচেয়ে বেশি, সেটি সাধারণত সবচেয়ে উপরে থাকে। অর্থাৎ হতে পারে আপনি তার সঙ্গেই সবচেয়ে বেশি কথা বলেছেন। তবে তা নাও হতে পারে। অনেক সময় মিডিয়া ফাইল বেশি আদানপ্রদান করা হলে তার জন্যও বাড়তে পারে চ্যাটের সাইজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরেকটি উপায় হলো-
>> মোটামুটি আন্দাজ করুন যাদের সঙ্গে বেশি কথা হয়।
>> এবার তাদের চ্যাট ক্লিয়ার করুন।
>> ক্লিয়ার করার সময় নোটিফিকেশন বারে কতগুলো মেসেজ ডিলিট হচ্ছে, তা দেখাবে।
>> সেখান থেকেই বোঝা যায়, কার সঙ্গে বেশি কথা হয়।
>> তবে ওই মেসেজ ডিলিট করলে আর ফিরে পাওয়া সম্ভব নয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।