ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করল সৌম্য


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২২ এপ্রিল ২০১৫

ক্যারিয়ারের সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের তরুণ ওপেনার সৌম্য সরকার। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ম্যাচে এ সেঞ্চুরি করেন তিনি।

সৌম্য সরকার এরআগে মোট ৯টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে একটি ম্যাচে তিনি সর্বোচ্চ ৫১ রান করেছেন। আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে আন্তর্জাকিত ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তার এই সেঞ্চুরি করতে বল খরচ করেন ৯৪টি।

ক্যারিয়ারের এই প্রথম সেঞ্চুরি করতে ৪টি ছয়ের মার ও ১১টি চার মারেন তিনি।

আরএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।