আ.লীগ নেতার ছবিতে আগুন : ফুটবল টুর্নামেন্ট স্থগিত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়রের ছবি পুড়িয়ে ফেলার ঘটনায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী মাঠে এই টুর্নামেন্টর আয়োজন করে হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে সরকার দলীয় এমপির ছোট ভাই ও উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজু বেশ কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে খেলার মাঠে যান। এরপর সেখানে লাগানো পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের ছবি ছাড়াও খেলা উপলক্ষে লাগানো ব্যানার ফেস্টুনে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। এ ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শুক্রবার দিনভর দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে ছিল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে টুর্নামেন্ট বাতিল করার ঘোষণা দেয়া হয়।
সারিয়াকান্দি পৌর সভার নব নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের নিজ উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী অ্যান্ড ক্লাব মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শুক্রবার মেয়র নিজেই প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন মর্মে বৃহস্পতিবার এলাকায় দিনভর মাইকিং করা হয়। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মাঠ সাজানো হয় বিভিন্ন ব্যানার আর ফেস্টুনে। মাঠে প্রবেশের মূল ফটকে পৌর মেয়র আলমগীর শাহী সুমনের বিশাল একটি ছবিও ঝুলানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় এমপি আব্দুল মান্নানের ছোট ভাই উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজু ১০/১৫ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাঠে হাজির হন। এরপর তার উপস্থিতি পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয় পৌর মেয়রের ছবিতে। এছাড়াও অন্যান্য ব্যানার ও ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। তারা চলে যাওয়ার পরে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছবিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার কারণ হিসেবে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান পৌর মেয়র আলমগীর শাহী সুমনের রাজনৈতিক উত্থান এবং মেয়র নির্বাচিত হওয়ার পিছনে স্থানীয় এমপি যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে খেলার মাঠে ঝুলানো আলমগীর শাহী সুমনের ছবি স্থানীয় এমপির ছবি দেয়া হয়নি। এ কারণেই এমপির ভাই ক্ষুব্ধ হয়ে ছবি পুড়িয়ে দিয়েছেন।
তবে এ ব্যাপারে এমপির ছোট ভাই স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজুর সঙ্গে দিনভর যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফোনে ম্যাসেজ দিলেও তিনি সাড়া দেননি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলমগীর শাহী সুমন জানান, স্বেচ্ছা সেবকলীগ নেতা জাহিদুল ইসলাম রাজু নিজে উপস্থিত থেকে ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কি কারণে তিনি ছবি আগুনে পুড়িয়ে দিলেন তা অজ্ঞাত। তবে ঠিক এই কারণেই ফুটবল টুর্নামেন্ট আপাতত স্থগিত করা হয়েছে।
এআরএ/এমএস