চবিতে ২ ছাত্রলীগ কর্মী আটক


প্রকাশিত: ১০:১২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসে অভিযান শুরু করে পুলিশ। শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ইমরান এবং ইতিহাস বিভাগের ছাত্র রাকিবকে আটক করা হয়।

ইমরান ও রাকিব সদ্য স্থগিত হওয়া ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী বলে জানা গেছে।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জীবন মুছা/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।