বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ১১:২১ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা রাখারা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া শেখ পরিবারের নামে থাকা দুই হলের নাম পরিবর্তন করা হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে সন্ধ্যা ৭ টায় সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

তিনি জানান, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। এদিন বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। তবে প্রশাসনিক কাজ চলবে। এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী’ হল করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য বলেন, আহত শিক্ষার্থীদের বেতন ও উন্নয়ন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটি ইউজিসি থেকে নির্দেশনা এসেছিল।

ফারহান সাদিক সাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।