বাকৃবি

অনুষ্ঠানে ‘ভুয়া’ স্লোগান, দুই হলের শিক্ষার্থীদের হাতাহাতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৮:৩২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসিক দুই হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে শহীদ শামসুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন ও একজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেসন নামের একটি কোচিং সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠানে ঘটনার সূত্রপাত। সেদিন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্ব চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের শিক্ষার্থীরা মঞ্চে পরিবেশনার জন্য উঠলে শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

পরে শামসুল হক হলের শিক্ষার্থীরা মঞ্চে উঠলে, বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরাও পাল্টা একই স্লোগান দেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। তবে কোচিং কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীদের হলে ফিরিয়ে দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আব্দুল জব্বার মোড়ে দুই হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে পুনরায় হাতাহাতি হয়। সেখানে কয়েকজন আহত হন।

মেসন কোচিং সেন্টারের পরিচালক আরাফাত রহমান বলেন, শুক্রবার আমরা পরিস্থিতি সামাল দিয়ে শিক্ষার্থীদের হলে ফেরত পাঠিয়েছিলাম। পরের সংঘর্ষের সঙ্গে মেসনের সংবর্ধনা অনুষ্ঠানের কোনো যোগসূত্র নেই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও হলভিত্তিক ঘটনা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, আমরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, তবে সন্ধ্যার দিকে সেখান থেকে চলে আসি। পরদিন জানতে পারি যে রাতে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে, এর ধারাবাহিকতায় পরের সংঘর্ষ হয়েছে। এর দায় মেসন কোচিংকেই নিতে হবে। আমরা বিষয়টি তদন্ত করে যথাযথ বিচার নিশ্চিত করব এবং কোচিং সেন্টারসহ দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।